ব্রেকিং নিউজ

পরিযায়ী শ্রমিক স্বার্থে ডেপুটেশন দিতে গিয়ে গ্রেপ্তার বামপন্থী নেতা-কর্মীরা : জেলাশাসকের অপসারণের দাবিতে অনড় গার্গী

সাতদিনের সমাচার : ভিন রাজ্যে কাজে গিয়ে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর দাবীকে মুখ্য করে নতুন একগুচ্ছ দাবী নিয়ে বামপন্থী শ্রমিক সংগঠন 'সিটু'র বিক্ষোভ জেলা সদর বারাসাতে জেলা শাসকের কার্যালয় চত্বরে। বৃহস্পতিবার সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জীর নেতৃত্বে বামকর্মীরা বারাসাতে জেলা শাসকের দপ্তরে  স্মারকলিপি পেশ করতে যাবার সময় জেলা শাসকের দপ্তরের বাইরে পুলিশের তৈরী ত্রিস্তর বলয় পার করতে গিয়ে বারাসাত থানার আই সি দীপঙ্কর ভট্টাচার্য পুলিশ বাহিনীর হাতে আটক হন  বিক্ষোভকারীরা।
বামকর্মীদের দাবি, "মোট ৩২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে  পুলিশ।" বিক্ষোভকারীদের বক্তব্য,  দশহাজার অতিথি শ্রমিক (পরিযায়ী শ্রমিক)দের তালিকা তৈরী করে আমরা এঁদের ঘরে ফিরিয়ে আনা ও কর্মহীন -নিরন্ন শ্রমিকদের তিনমাস আর্থিক সহায়তার দাবী তুলে  জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করতে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আটকে দিয়ে গ্রেপ্তার করেছে নিরীহ বামকর্মীদের !' এ নিয়ে গার্গীদেবীর বক্তব্য, 'করোনা পরিস্থিতিতে রাজ্য ব্যর্থ, জেলাশাসক চৈতালী চক্রবর্তী "অমানবিক ও দলদাসে পরিণত হয়েছেন, সরকারের ব্যর্থতা ঢাকতে প্রতিবাদী কণ্ঠস্বর রোধের চেষ্টা চলছে আর তাই আজ বামপন্থীরা গ্রেপ্তার হচ্ছেন ।" এদিন জেলাশাসকের অপসারণের দাবিতে সোচ্চার হয়ে অসহায় শ্রমিকদের জন্য বৃহত্তর আন্দোলন পরবর্তী বামপন্থী কর্মসূচি দ্রুত গৃহীত হবে বলে গার্গী চ্যাটার্জী জানিয়েছেন।

No comments