পুরকর্মীর রিপোর্ট পজিটিভ তাই সীল হল নৈহাটী পুরসভা : সচল থাকছে জরুরি পরিষেবা
সাতদিনের সমাচার : করোনা আতঙ্কের জেরে আজ সীল করে দেওয়া হল নৈহাটি পুরসভা দপ্তর । সূত্রের খবর, পুরসভার স্যানিটারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক সক্রিয় করোনা যোদ্ধার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গতকাল। এরপরই নৈহাটী সঞ্জীব চ্যাটার্জী রোডের বাসিন্দা ওই পুরকর্মীকে আজই চিকিৎসার জন্য রাজারহাটে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে । তবে আক্রান্ত ব্যক্তির কোনোপ্রকার উপসর্গ দেখা যায়নি বলে জানা গেছে, এমনকি শারীরিকভাবে অসুস্থতাও বিন্দুমাত্র অনুভব করেননি তিনি, যদিও ওই পুরকর্মীর পরিবারের চার'জনকে আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বেলার পর থেকেই আতঙ্কের জেরে পুরসভা সীল করে দেওয়া হয়। পুরসভার পুর পার্ষদ সনৎ দে বলেন, 'আজ দুপুর থেকে শুক্রবার পর্যন্ত পুরসভার কাজকর্ম বন্ধ থাকবে, অফিস বন্ধ রেখে গোটা বিল্ডিং স্যানিটাইজ করা হবে l' আবার প্রশাসকমন্ডলী তরফে জানা গেছে, স্যানিটাইজ না হওয়া পর্যন্ত পুরসভার কাজকর্ম বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা, মাতৃসদন, জল ও আলো বিভাগ সহ শ্মশান ঘাট এবং সমস্ত আপৎকালীন পরিষেবা সচল রাখা হচ্ছে।
No comments