সুস্থ হয়ে ফিরলেন হালিশহর জেঠিয়ার করোনা পজিটিভ মহিলা : সম্বর্ধনা দিতে চাওয়া এলাকাবাসীদের জুটল তীব্র অসম্মান !!
সাতদিনের সমাচার : করোনা যুদ্ধে জয়ী হয়ে আজ বাড়ি ফিরলেন হালিশহর জেঠিয়া স্কুলরোড উত্তর নান্না এলাকার বাসিন্দা ব্যানার্জী পরিবারের করোনা পজিটিভ ওই প্রৌঢ়া (৬৩) l যাকে উপযুক্ত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা নিয়ে প্রশাসনের সঙ্গে এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে ওই পরিবারের তীব্র বিবাদের জেরে জল গড়িয়েছিল অনেক দূর ! আজ তার ফিরে আসার খবর পাওয়ার পর প্রতিবেশীরা তাকে বরণ করে সম্বর্ধনা দিতে চেয়েছিলেন, সেইমতো তৈরী ছিল ফুলের মালা, চন্দন, কিন্তু পাড়াপ্রতিবেশীদের ভাবনার গুড়ে বালি ঢেলে উল্টে তাদের বিরুদ্ধে তীব্র কটূক্তি ও অপমান করার অভিযোগ উঠেছে ওই ব্যানার্জী পরিবারের বিরুদ্ধে l জানা গেছে, যেহেতু আক্রান্ত মহিলাকে হাসপাতালে স্থানান্তরিত করতে এলাকার বাসিন্দারা প্রশাসনকে সহযোগিতা করেছেন, সেই রাগ থেকেই ওই পরিবার এলাকাবাসীদের বাপান্ত করে গেছেন কয়েকদিন ধরে l এহেন অপ্রীতিকর ঘটনায় অসম্মানিত হয়ে প্রতিবেশীরা ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদমাধ্যমকে l তাদের দাবি, "আমরা প্রশাসনকে সাহায্য করেছিলাম রোগিণীর সুস্থতা চেয়েই, আজ যখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সেখানে ধন্যবাদের বদলে আমাদের চরমভাবে অসম্মান করা হয়েছে! !" প্রসঙ্গত, আক্রান্ত মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ওই পরিবারের কেউ নিজেদের নিয়ন্ত্রণ না করে যথেচ্ছভাবে স্থানীয়দের সঙ্গে মেলামেশা করছিলেন বলে অভিযোগ,রোগিণীর পরিবার চেয়েছিল, পজিটিভ হলেও তিনি বাড়িতেই থাকবেন এবং পরিবারের কেউই নিজেদের নিয়ন্ত্রণ করে কোয়ারেন্টাইন এ যাবেন না ! কিন্তু ঘটনা জানাজানি হবার পর প্রতিবেশীরা তাদের বারংবার বাড়িতে থাকার অনুরোধ করলে, তারা সেসব কথায় কর্ণপাত না করে,উল্টে প্রতিবেশীদের কটূক্তি করে গেছেন ! বীজপুর থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের গাড়ি এসেও যখন আক্রান্ত মহিলাকে বাড়ি থেকে বের করতে পারছিলেন না, তখন ব্যর্থ হয়ে তারা এলাকাবাসীদের সাহায্য প্রার্থনা করলে, এলাকার লোকজন প্রশাসনকে সহযোগিতা করেন, পরে প্রশাসন তরফে এলাকা সীল করে আক্রান্ত মহিলাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় অনেক কাঠখড় পুড়িয়ে l
এদিকে আজ ফের নতুন করে অপমানিত হবার পর এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা ওই পরিবারের প্রতি কোনও সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব পোষণ করবেন না বলে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন l
No comments