ব্রেকিং নিউজ

নৈহাটীতে করোনায় মৃত্যু বেড়ে ৫

সাতদিনের সমাচার : ফের  করোনায় মৃত্যু নৈহাটীতে। পেশায় কেবল অপারেটর ওই মৃত ব‍্যক্তির নাম দিলীপ দাস (৫২)। গত মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসতে নৈহাটী পুরসভার ২ নম্বর ওয়ার্ড পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে বারাসতের কোভিড হাসপাতালে ভর্তি করা হয় l মৃতের পরিজনদের দাবি, বৃহস্পতিবার সকালেও তিনি বেশ  সুস্থ ছিলেন, কথাবার্তাও বলেছেন পরিবারের সাথে। কিন্তু বিকেলের দিকে হঠাৎ তাঁর মৃত্যুর খবর আসতে হতবাক আত্মীয়রাও ! জানা গেছে, এই নিয়ে নৈহাটী থানা এলাকায় করোনায় ৪ জনের মৃত্যু হল । এলাকায় শোকের পরিবেশ l

No comments