গাড়িতে বোমা উদ্ধার : চাঞ্চল্য কাঁচরাপাড়ায়
সাতদিনের সমাচার : আজ বেলা তিনটে নাগাদ কাঁচরাপাড়া এলাকার কল্যাণী হাইওয়ে উপর একটি সাদা মারুতি গাড়ি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা! হাইরোড সংলগ্ন কাঁপা মিলিটারি ক্যাম্পের ইন্টেলিজেন্স এর তৎপরতায় গাড়িটিকে আটক করা হয়, গাড়ি খুলতেই উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা !
খবর যায় বীজপুর থানায়, পুলিশ এসে চালকসহ তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ১২টি তেজস্ক্রিয় বোমাগুলি কী কারণে এবং কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা ইতিমধ্যে তদন্ত শুরু করে দেখছে বীজপুর থানার পুলিশ।
No comments