ব্রেকিং নিউজ

কোয়ারেন্টাইন মানতে নারাজ পরিবারের লোকেরা চাইছেন আক্রান্ত সদস্যকে বাড়িতে রাখতে ! : এলাকাবাসীদের চাপে প্রশাসন তরফে সীল জেঠিয়ার একাংশ

সাতদিনের সমাচার : এলাকাবাসীদের দীর্ঘ প্রতিবাদ  এবং ক্ষোভ-বিক্ষোভের পর হালিশহর জেঠিয়া স্কুলরোড উত্তর নান্না এলাকার বাসিন্দা করোনা পজিটিভ প্রৌঢ়া (৬৩) কে অবশেষে উপযুক্ত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হল l পরীক্ষার পর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর রোগিনী বাড়ি ফিরেছিলেন গত বৃহস্পতিবার রাতে! কিন্তু তারপরও ওই পরিবারের কেউ  নিজেদের নিয়ন্ত্রণ না করে যথেচ্ছভাবে স্থানীয়দের সঙ্গে মেলামেশা করেছেন বলে অভিযোগ, ঘটনা জানাজানি হবার পর প্রতিবেশীরা তাদের বারংবার বাড়িতে থাকার অনুরোধ করলে, তারা সেসব কথায় কর্ণপাত না করে,উল্টে প্রতিবেশীদের কটূক্তি করে গেছেন ! 
শেষ পর্যন্ত বীজপুর থানায় খবর গেলে এলাকাবাসীদের চাপে পুলিশ ওই  এলাকা সীল করে দিয়ে যায়, কিন্তু এরপর থেকেই আক্রান্ত মহিলার পরিবারের এক অবিবাহিত যুবতী প্রতিনিয়ত প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছেন বলে অভিযোগ, এদিকে হালিশহর বিজ্ঞান মঞ্চ  নামে একটি সংস্থা রোগীর পরিবারের স্বপক্ষে দাঁড়িয়ে এলাকায় পোস্টারিং করেছেন, মানুষজনকে পাশে থাকতে অনুরোধ করেছেন, অথচ ওই রোগিণীর পরিবারের দাবি, পজিটিভ হলেও তিনি বাড়িতেই  থাকবেন এবং পরিবারের কেউই নিজেদের নিয়ন্ত্রণ করে কোয়ারেন্টাইন এ যাবেন না 
! তবে স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের চাপে পড়ে অবশেষে শুক্রবার রাতে রোগীকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঠিকই, 
কিন্তু করোনা আক্রান্ত প্রৌঢ়ার  পরিবারের কে কে ইতিমধ্যে বাইরের লোকের সংস্পর্শে এসেছেন তা নিয়ে চিন্তায় গোটা জেঠিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দরা। আক্রান্ত মহিলার পরিবারের অন্যান্যদের  কোয়ারেন্টাইনে রাখার ভাবনা চিন্তা হলেও এখন প্রশাসনের সেই সমস্ত লোকজনকে চিহ্নিত করতেই হিমসিম খেতে হবে যাদের সংস্পর্শে এসেছিলেন আক্রান্ত পরিবারের সদস্যরা। সেই সঙ্গে এটা যে এলাকার ঘটনা, ঠিক তার পাশেই জেঠিয়ার একমাত্র বাজার ! প্রতিদিন শ'য়ে শয়ে ক্রেতা আসেন বিভিন্ন এলাকা থেকে। এই মুহূর্তে এলাকায় করোনা পজিটিভ রোগীর পরিবারের আগ্রাসী মনোভাব আর গ্রামবাসীদের করোনা আতঙ্ক সব মিলিয়ে কঠিন পরিস্থিতি ধারণ করেছে হালিশহর জেঠিয়া অঞ্চল l

1 comment: