ভাটপাড়ায় গুলি : চাঞ্চল্য এলাকায়
সাতদিনের সমাচার : ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর যুবক সংঘ ক্লাব লক্ষ্য করে আজ রাতে হঠাৎ তিন রাউন্ড গুলি চলে । জানা গেছে, ঘন্টাখানেক আগে রাত সাড়ে দশটা নাগাদ দু'টো বাইক চেপে চার দুষ্কৃতী ওই এলাকায় হানা দিয়ে তিন রাউন্ড গুলি ছুঁড়ে চম্পট দেয়। আরও জানা গেছে, ওই ক্লাবটি বিজেপি পরিচালিত। কিন্তু কারা এভাবে রাতের অন্ধকারে কেনই বা গুলি চালালো, তা খতিয়ে দেখার পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে । স্থানীয়দের কয়েকজন বলছেন, এলাকায় আতঙ্ক তৈরী করাই দুষ্কৃতীদের মূল উদ্দেশ্য l
No comments