বীজপুর জুড়ে লকডাউন হপ্তাব্যাপী : আক্রান্তের রাশ টানতে মরিয়া প্রশাসন
সাতদিনের সমাচার : করোনার বাড়বাড়ন্ত গোটা রাজ্য জুড়ে l বাদ নেই বীজপুর এলাকাও, সরকারি হিসেবেই প্রায় ৪৭ জন আক্রান্ত ইতিমধ্যে, এর প্রকোপ থেকে রেহাই পেতে আজ প্রশাসনিক স্তরের এক জরুরি বৈঠক বসে হালিশহর পুরসভায়, এলাকাভিত্তিক লকডাউনে জোর দিয়ে যেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৭জুলাই থেকে ১অগাস্ট প্রায় এক হপ্তা ব্যাপী সম্পূর্ণ লকডাউন থাকবে গোটা বীজপুর অঞ্চল l দোকান-বাজার, অফিস, ব্যাংক, শপিং মলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বন্ধ তালিকার আওতায় থাকছে, তবে ছাড় দেওয়া হবে শুধুমাত্র জরুরি পরিষেবা এবং সরকারি যানবাহন চলাচলের ক্ষেত্রে, আজ সমাচার সাতদিনের সঙ্গে এক দূরাভাষ সাক্ষাৎকারে এ কথা জানিয়ে হালিশহর পুরসভার সদ্য মনোনীত প্রশাসক রাজু সাহানি বলেন, "শহরের পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক, যথেচ্ছ ঘোরাফেরার কারণে স্থানীয় মানুষ আক্রান্ত হচ্ছেন, সংখ্যাটা প্রায় ৫০ছুঁইছুঁই, তাই তড়িঘড়ি আজ এক প্রশাসনিক বৈঠকে এই সম্পূর্ণ 'লকডাউন' এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আম জনতার স্বার্থে মাইকিং করে হপ্তাব্যাপী লকডাউনের কথা অগ্রিম ঘোষণা করে দেওয়া হবে কাঁচরাপাড়া এবং হালিশহরের পুরএলাকা জুড়ে, যাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তারা আগেভাগেই সংগ্রহ করে রাখতে পারেন, তবে ছাড় মিলবে কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে, মূলত ভাইরাসের চেন ভেঙে আক্রান্তের সংখ্যা কমাতেই ফের এই লকডাউনের ভাবনা" l তবে হালিশহর জেঠিয়া পঞ্চায়েত এলাকাতে লকডাউনের প্রভাব থাকবে না বলে জানা গেছে, সেক্ষেত্রে এই এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা কিভাবে নিয়ন্ত্রিত হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি l আজ বৈঠকে উওপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, তৃণমূল পর্যবেক্ষক সুবোধ অধিকারী, বীজপুর থানার অধীক্ষক কৃষ্ণেন্দু ঘোষ এবং হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার প্রশাসক যথাক্রমে রাজু সাহানি এবং সুদামা রায় l
No comments