ব্রেকিং নিউজ

রাজনীতির ময়দান শূন্য করে এবার গেলেন ছোড়দা'ও

সাতদিনের সমাচার : আবারও ইন্দ্রপতন রাজনীতির আঙিনায় ! ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । গতকাল মাঝরাতে কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে সকলের প্রিয় 'ছোড়দা' তাঁর প্রিয় অনুগামীদের সঙ্গ ত্যাগ করেন চিরতরে। এই বর্ষীয়ান নেতার মৃত্যুর সাথে সাথে রাজ্য রাজনৈতিক মহলে একটি অধ্যায়ের পরিসমাপ্তি হল। 

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ২১ জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন সোমেনবাবু। 
তাঁর রাজনৈতিক জীবনও যথেষ্ট রঙিন l সেই ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নিজের কর্মকাণ্ড চালিয়ে গেছেন তিনি l ' ছোড়দা' প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন বিরোধী দল হিসেবে  ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত  কংগ্রেস সর্বাধিক বিধানসভার আসনে জয়ী হয়। যদিও মতভেদের কারণে ২০০৮ সালে কংগ্রেস ছেড়ে তিনি 'প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস' নামে নতুন দল গঠন করেন। ফের মমতা ব্যানার্জীর ডাকে ২০০৯ সালে সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেবছরই লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে জয়ী হন । কিন্তু যাবতীয় মতভেদ কাটিয়ে উঠে এমনকি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে  ফের ঘরের ছেলে ঘরে ফিরে আসে ২০১৪ সালে। ২০১৮ সালে পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন এবং জেলায় জেলায় বিভিন্ন  কর্মসূচী নিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা করতে থাকেন। কিন্তু শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন, কিডনি নিয়ে ভোগান্তি বেড়ে যাওয়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং হালকা জ্বর অবস্থায় ২১ জুলাই তাঁকে বেলভিউতে ভর্তি করা হয়। ছিল হৃদযন্ত্রের সমস্যাও। যদিও তাঁর করোনা রিপোর্ট ছিল  নেগেটিভ। কিন্তু শনিবার থেকে শারীরিক অবনতি বাড়তে থাকে। কিডনির সমস্যার সঙ্গে  হৃদস্পন্দনের মাত্রা কমে আসে। শুরু হয় ডায়ালিসিস৷ কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার গভীর রাতে 'ছোড়দা' বিদায় নিলেন। রাজনীতির আঙিনায় ফের এক বড় শূন্যতার সৃষ্টি হলো l

No comments