ব্রেকিং নিউজ

কোভিড নিয়ে আতঙ্ক নয় সাবধানে থাকুন : শুভঙ্কর

তৃণমূল যুবনেতা শুভঙ্কর দাস (সোনাই ) কোভিড ১৯ আক্রান্ত , তেমন উপসর্গ না থাকলেও দিন দুয়েক আগে তার শরীরে স্বাদ-গন্ধ লোপ পাওয়াতে তিনি পরীক্ষা করেন, রিপোর্ট যথারীতি পজিটিভ আসে, আজ বিকেলে সেলফ কোয়ারেন্টাইনের জন্য নৈহাটির 'সেফ হোমে' যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি

No comments