ব্রেকিং নিউজ

আমি দুর্নীতিবাজ প্রমান করতে পারলে মাথা নুইয়ে শাস্তি নেব : অংশুমান রায়

সাতদিনের সমাচার : হালিশহর পুরসভার প্রাক্তন প্রশাসক পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাম্প্রতিক প্রতিক্রিয়াতে তীব্র মর্মাহত অংশুমান রায় l তাকে "মিথ্যে অপবাদ" দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন হালিশহর পুরসভার ভূতপূর্ব প্রশাসক অংশুমান রায়। তিনি খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, " খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক'কে আমি শ্রদ্ধা করি, কিছু পাওয়ার লোভে নয় শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়'কে দেখে তৃণমূল দল'টা করতে এসেছিলাম , আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, তবু আমি বলব, যদি কোনোপ্রকার দুর্নীতি জ্যোতিপ্রিতবাবু প্রমান করতে পারেন, তবে যে কোনও শাস্তি মাথা পেতে নেব।" 
অপরদিকে এ নিয়ে সাংসদ অর্জুন সিং সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "আসলে দলে টাকার যোগান দিতে না পারার কারণে অংশুমান রায়'কে সরিয়ে দেওয়া হয়েছে, এটা ওই দলের রেওয়াজই আছে যে উঁচুতলার তৃণমূল নেতাদের যারা টাকার যোগান দিতে পারবে না, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, অতীতে এমন অনেক ঘটনার উদাহরণ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়-এর দলটাই হল 
 "ইউস এণ্ড  থ্রো" নীতিতে বিশ্বাসী !"

No comments