ব্রেকিং নিউজ

যুবমোর্চার নতুন সভাপতিদের তালিকা প্রকাশিত

সাতদিনের সমাচার : দীর্ঘ টালবাহানা পর পাঁচটি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার নতুন সভাপতিদের তালিকা প্রকাশিত করা হয় দলের তরফে ।শুক্রবার রাজ্যের বেশি রাতে প্রকাশিত হওয়া এই তালিকায় কলকাতা নর্থ যুব মোর্চার সভাপতি হলেন কৌশল পাণ্ডে,দক্ষিণ 24পরগনা(পূর্ব)রাজু মন্ডল,ব্যারাকপুরে সাগর রায়,শ্রীরামপুরে প্রণব দেয় এবং আসানসোলে অরিজিৎ রায়ের নাম প্রকাশিত করা হয়েছে। 
সামনে কঠিন লড়াই তাই ধাপে ধাপে যুবমোর্চার সভাপতিদের তালিকা প্রকাশ হয়। গত 7 নভেম্বর 21টি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতিদের তালিকা প্রকাশিত হয়েছিল, ফের 10 তারিখে আরও নয়টি জেলার সভাপতিদের নামের তালিকা প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত, পুজোর সময় যুবমোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দিয়ে ছিলেন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সদ্য প্রকাশিত তালিকা তিনি বাতিল করে দেন। এর ফলে রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এর সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাজিয়া তুঙ্গে ওঠে। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে কিছুটা মিটে যায়। এরমধ্যে দুইদিনের বঙ্গ সফরে এসে ভোটের দামামা বাজিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সহ। আগামী বিধানসভা নির্বাচনে 200টি আসনের লক্ষ্য কর্মীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ।

No comments