রঙের বিচার নেই তাই মানবসেবায় জনপ্রিয়তার তুঙ্গে প্রসূন ও চন্দ্রোদয়
সাতদিনের সমাচার : যারা দল মত নির্বিশেষে বিপদে দুর্গত মানুষের পাশে থাকেন তাদের মধ্যে দুই পরিচিত নাম চন্দ্রোদয় চক্রবর্তী এবং প্রসূন ঘোষাল l
রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেস যুবনেতা হলেও এরা রং দেখে মানুষের উপকার করেন না- এটা প্রমাণিত সত্য !
হালিশহর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভঞ্জ কলোনির বাসিন্দা সন্তোষ ধর নামে এক সহায়হীন দরিদ্র ব্যক্তির মৃত্যুর পর তার পরিবার লোক এবং অর্থবলের কারণে দাহ কার্য্য পর্যন্ত করতে সক্ষম ছিলেন না, খবর মিলতেই দুই যুবনেতা তৎপরতার সঙ্গে এগিয়ে আসেন এবং পুরপ্রশাসক রাজু সাহানির হস্তক্ষেপে দাহ কার্য্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সম্পূর্ণ বিনা ব্যয়ে ! আগামীদিনে ওই পরিবারের পাশে থাকার পাশাপাশি দুর্গত মানুষের জন্য সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন l গোটা পরিবার সহ ওই ওয়ার্ডের মানুষজন এই দুই যুবনেতার প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন l
No comments