বিশ্বাসঘাতকের দলে নাম লিখিয়ে নিজের পরিচয় দিয়েছে শুভেন্দু : সৌগত
সাতদিনের সমাচার : "সরস্বতীর বরপুত্র শুভেন্দু ২০০৪ সালে ভোটে দাঁড়িয়ে হেরেছেন, পরবর্তীতে বাবা শিশির অধিকারীর নিশ্চিত আসনে জিতেছেন, সুতরাং তিনি এমন কোনও বড় পালোয়ান নয় "-- শুভেন্দু অধিকারীকে অনেক বুঝিয়েও দলে রাখতে না পারার দায় যে তার কাঁধেই চেপেছে বুধবার কাঁথির সভায় এসে নিজের বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট করলেন সাংসদ সৌগত রায় l যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা একে 'আঙ্গুর ফল টক' হিসেবেই দেখতে চাইছেন ! সৌগতবাবু এদিন বলেন, "বিশ্বাসঘাতকদের দলে নাম লিখিয়েছেন শুভেন্দু", শুভেন্দুকেও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে সৌগত রায়ের হুঙ্কার, 'কাঁথি কোনো পরিবারের জমিদারি নয়!' এদিন এই প্রবীন রাজনীতিবিদ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ফের বহিরাগত বলে বাংলায় বিভাজনের মাত্রা বাড়িয়ে দিয়ে ব্যাখ্যা দিলেন,"অমিত শাহ, জে পি নাড্ডা, কৈলাশ বিজয়বর্গীরা বহিরাগত ! সেখানে একমাত্র বাঙালির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাঁর পক্ষেই আমাদের থাকা উচিত।" তিনি সভায় আরও বলেন, 'বাংলার রাজনীতির মান নামিয়ে দিয়েছেন শুভেন্দু'!
এরপরই সাংসদ সৌগত রায়'কে কটাক্ষ করে বিজেপির পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি-সহ একাধিক নেতারা বলেন,'পড়ন্ত বয়সে অধ্যাপক মশাইয়ের কি দশা ! তৃণমূল কোম্পানির হয়ে মার্কেটিংয়ে বেরতে হচ্ছে, না হলে চাকরি যাবে!" তাদের মন্তব্য,"উনি এতদিনে অখিল গিরি'কে পালোয়ান হিসেবে খুঁজে পেলেন, অথচ এই সৌগতবাবুই দক্ষিণ কলকাতায় একদিন মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে পালোয়ানি করতে পারেননি, আসলে শুভেন্দু 'তোলাবাজ ভাইপো হঠাও' বলাতে তিনি আহত হয়েছেন, এখন "পদ" টিকিয়ে রাখতে কাঁথিতে আসা।"
No comments