স্বনির্ভর হওয়ার পাঠ : অভাবী খুদে শিল্পীদের জন্য
সাতদিনের সমাচার : আর্থিকভাবে প্রতিষ্ঠিত নয় এমন খুদে শিল্পীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে এগিয়ে এল কল্যানী এস.এন.দাস আর্ট এন্ড কালচারাল ট্রাষ্ট৷ গত ২০ ডিসেম্বর রবিবার কল্যাণী পুরসভার ২০নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় সংস্থা তরফে একটি কর্মশালা আয়োজিত হয়েছিল৷
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে হাজির ছিলেন রাজনৈতিক নেত্রী আলোরানী সরকার৷ কর্মশালায় খুদে শিল্পীদের হাতের কাজ দেখে সংস্থার পাশে থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন শ্রীমতি সরকার ৷ কথা প্রসঙ্গে সংস্থার কর্ণধার বিনোদ মল্লিক জানান, "১৯৯৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হলেও কিছু ব্যক্তিগত কারণবশত আমরা থেমে গিয়েছিলাম,কিন্তু ২০১৫ সালে ফের ৩০জন খুদে শিল্পীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে পথচলা শুরু করি, কিন্তু কোভিড-১৯ এর কারণে ছাত্র-ছাত্রীদের আমরা অন-লাইনের মাধ্যমেও ক্লাস করিয়েছি৷" তার কথায়
,"অনলাইনের মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্নরাজ্য এমনকি বিদেশেও ছাত্রছাত্রীরা ক্লাস করেন,অনলাইনের মাধ্যমে আটজন এবং অফলাইনে ১২জন শিক্ষক অঙ্কন প্রশিক্ষণ দেন, আমরা এখানে মাটির পুতুল,প্রতিমা গড়া, প্রিন্টিং,কালচারাল,এনিমেশনের,প্রিন্টং মেকিং,সেরামিক সহ নানা ধরনের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকি৷ আমাদের উদ্দেশ্য খুদে শিল্পীদের একটা প্লাটফর্ম দেয়া যাতে তারা প্রশিক্ষণ শেষে স্বনির্ভর হতে পারে, কর্মসংস্থানের চিন্তাভাবনা রয়েছে সংস্থার l " তিনি আরও জানান, "এলাকার অনেক দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের বিনামূল্য প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি রঙপেন্সিল থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম আমরাই দিয়ে থাকি, এই কাজে আমাদের সহযোগিতা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷"
No comments