ব্রেকিং নিউজ

বিজেপিতে যোগদানের হিড়িক নোয়াপাড়ায়!

সমাচার সাতদিন : রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য শাসকদলে ভাঙ্গন অব্যাহত l শাসকদলের নেতা, মন্ত্রী থেকে সাধারণ কর্মীরা দলে দলে বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন l মঙ্গলবার নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা বিজেপি নেতা গৌতম বোস এর উদ্যোগে প্রায় শতাধিক মহিলা কর্মী বিজেপিতে যোগ দেন l এদিন বারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন, এদিন দলবদল অনুষ্ঠানের পাশাপাশি ঘোষপাড়া রোডে নবনির্মিত দলীয় কার্যলায়ের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করে সাংসদ অর্জুন সিং l 
দলের নবীন কার্যকর্তাদের স্বাগত জানিয়ে সাংসদ বলেন,"ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, আমাদের মানুষের কাজ করতে হয়, যেহেতু আমরা সরকারে নেই, তাই নানা রকম সমস্যা হচ্ছে, সারা বাংলায় পুলিশ আর গুন্ডাদের অত্যচার চলছে,মানুষ যে তৃণমূলের সঙ্গে নেই এটা প্রমান হয়ে গেছে! সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলায় একটি আবেগের ঝড় চলছে, সেই কারণে বহু মানুষ আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা সবাই মিলে কাজ করব" তিনি আরো বলেন,"রাজনীতি হিংসা, তোলাবাজি, এবং কাটমনি সরকারকে বিদায় দিয়ে পশ্চিম বাংলায় রাজনীতি হিংসাবিহীন সুপ্রতিষ্ঠিত সরকার গড়তে হবে , যেখানে মানুষ স্বাধীনভাবে নিজের কাজ করবে l" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচাৰ্য,বিজয় মুখোপাধ্যায়,জগদ্দলের লড়াকু নেতা অরুন ব্রাহ্ম,গৌতম বোস, প্রদীপ পাত্র প্রমুখ l দলবদল অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ আরও বলেন,"তৃণমূলের বিসর্জন শুরু হয়ে গেছে!মানুষ পরিবর্তন চাইছেন! বাংলায় রোজগার বাড়ুক, চাকরি হোক, মানুষ সুষ্ঠ ভাবে বাঁচতে পারুক, মমতা ব্যানার্জীর শূন্যে  উন্নয়ন, কাটমনির উন্নয়ন যাতে না হয় সেটাই আজ বাংলার মানুষ চাইছে, এমনকি মমতা ব্যানার্জীর পরিবারের লোকজন ও তাঁর সঙ্গে থাকবে না আগামী দিনে l অন্যদিকে বিজেপির যুবনেতা অরুন ব্রহ্ম বলেন,"তৃণমূলে পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না আর, কেননা যেদিন থেকে তৃণমূল মূল্যবোধের রাজনীতি ছেড়ে ক্ষমতার পিছনে ছুটে শুরু করে সেইদিন থেকে তাদের অধ:পতন  শুরু হয়ে গিয়েছিল l"

No comments