সিঙ্গুরে টাটাকে রুখে দেওয়া মারাত্মক ভুল : মুকুল
সাতদিনের সমাচার : সিঙ্গুরে টাটা কে রুখে দেওয়াটা বড় ভুল হয়েছিল l আক্ষেপের সুরে বললেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুকুল রায়৷ বৃহস্পতিবার গারুলিয়াতে এক অরাজনৈতিক সভায় উপস্থিতি হয়ে মুকুলবাবু বলেন,মমতার সঙ্গে যে কটা আন্দোলন করেছি তার মধ্য সিঙ্গুরে টাটাকে রুখে দেওয়াটা আমার রাজনৈতিক জীবনে সবথেকে বড় ভুল! টাটার ফিরে যাওয়ায নতুন কনো কারখানা গড়ে ওঠেনি রাজ্যে ৷ যারা নতুন শিল্প নিয়ে আসেন তারা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আসলে তৃণমূল দলটা শিক্ষা,স্ব্যস্থা, কৃষি সব ক্ষেত্রে ব্যর্থ, নতুন প্রজন্মের যুবক-যুবতীদের কর্মসংস্থানের চেষ্টা পর্যন্ত নেই৷"
তিনি আরও বলেন,"মমতা সরকার দশ বছরে প্রায় আটটি শিল্প বিনিয়োগের সম্মেলন করেছে, শিল্প আনতে গিয়ে যে টাকা খরচ হয়েছে, তার চেয়ে কম পয়সা বিনিয়োগ হয়নি বাংলায়, আমরা সবাই মিলে চেষ্টা করলে এই শিল্পাঞ্চলে কর্মকাণ্ড হতে পারে, মুখ্যমন্ত্রী আসলে মিথ্যা বলেন, দশ বছরে একজন মানুষেরও আজ অবধি চাকরি হয়নি,তবে দিনকাল পাল্টেছে, মানুষ এখন নিজের ভোট নিজে দেবেন, এবার নির্বাচন কমিশন যে ব্যবস্থা করবেন তাতে কোনোভাবেই কেউ কারো ভোট কেউ লুঠ করতে পাবরেনা, ডেপুটি চিফ ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় ঘুরছেন, আর তাতেই রাজ্যের শাসকদল শংকিত হয়েছে, জাল ভোট চুরি করে তৃণমূল এবার জিততে পারবেনা ৷"
সভায় উপস্থিত সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেন,"আগামী নির্বাচনে শাসকদলকে তিন অঙ্কের নিচে নামিয়ে দিতে হবে, আপনারা শুধু দেখতে থাকুন দু'চার দিনে অনেক কিছু ঘটতে চলেছে বাংলায়৷"
No comments