ব্রেকিং নিউজ

নদীয়া জেলার 9টি পৌরসভার চেয়ারম্যান - ভাইস চেয়ারম্যান পদে জয়ী কাউন্সিলরদের নাম ঘোষিত হল

নিউজ ডেস্ক, সমাচার সাতদিন:-  নদীয়া জেলার মোট 10টি পৌরসভার মধ্যে 9টি পৌরসভার পৌরপ্রধান ও উপ-পৌরপ্রধান পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। নদীয়া জেলায় একমাত্র তাহেরপুর পৌরসভারটি বামফ্রন্টের কাউন্সিলররা দখল করে পৌরবোর্ড গঠন করতে চলেছেন। তাই বাকি 9টি পৌরসভার পৌরপ্রধান,  উপ-পৌরপ্রধান পদের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দেখে নিন, হরিণঘাটা, গয়েশপুর, কল্যাণী, চাকদহ, রানাঘাট, বীরনগর, কৃষ্ণনগর, নবদ্বীপ ও শান্তিপুর পৌরসভার কারা কারা পৌরপ্রধান ও উপ-পৌরপ্রধান মনোনীত হলেন।

No comments