ব্রেকিং নিউজ

হালিশহরে অনুষ্ঠিত হল সীতারামদাস ওঙ্কারনাথদেব জীর ১৩১ তম আবির্ভাব উৎসব, উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ নবনির্বাচিত কাউন্সিলরগন

আকাশ ভট্টাচার্য্য, সমাচার সাতদিন:-  হালিশহর নবনগরে ওঙ্কারনাথ মিলন মন্দির (ব্রজধাম)-এ অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের উদ্যোগে অনন্ত শ্রী ভগবান সীতারামদাস ওঙ্কারনাথদেব জীর ১৩১ তম আবির্ভাব উৎসব পালন হল গত তিনদিন ব্যাপী। এই উৎসবে উপস্থিত ছিলেন মহামিলন মঠ তথা অখিল ভারত জয়গুরু সম্প্রদায় এর সর্বাধীশ কিংকর বিঠঠল রামানুজ মহারাজ। 
এছাড়াও উৎসবের শেষ দিনে গতকাল উপস্থিত ছিলেন বজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ জনসংযোগে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর-প্রতিনিধিগনের মধ্যে কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল অধিকারী, হালিশহর 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শর্মিষ্ঠা সরকার মুখোপাধ্যায়, 8 নম্বর ওয়ার্ডের 
পৌরমাতা মিঠু দাস, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ পাল প্রমুখ বিশিষ্ট অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত তিনদিন ব্যাপী এই উৎসবে উদয়াস্ত নাম যজ্ঞ, ভজন পরিবেশন, লোকসংগীত, শ্রুতি নাটক, দীক্ষা প্রদান, 
নগর পরিক্রমা, নরনারায়ন সেবা প্রভৃতি বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং তার বিধানসভার অন্তর্গত দুটি পৌরসভার কাউন্সিলরবৃন্দ যে মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন এবং বিধায়ক যে সাধারণ মানুষেরই প্রতিনিধি তথা কাছের মানুষ, এই উৎসবে উপস্থিত থাকার মাধ্যমে তার একটি অনন্য নজির স্থাপন করলেন।

No comments