কাঁচারাপাড়ায় কে ? ? লাখটাকার প্রশ্নের উত্তর মিলবে ঘন্টাখানেকেই
সোনালী ব্যানার্জী : কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রশাসকের আসনে কে বসতে চলেছেন তা নিয়ে প্রবল ধন্দে নাগরিক সমাজ, একই প্রভাব নিচুতলার তৃণমূল কর্মীদের মধ্যেও, যদিও সদ্য বিজয়ী তৃণমূল প্রার্থীদের সিংহভাগই বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর সহোদর যুবনেতা কমল অধিকারী'কেই পুরপ্রশাসক হিসেবে দেখতে চাইছেন বলে
শোনা যাচ্ছে ! তবে দলের একাংশের দাবি প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় নাকি উপরতলার প্রথম পছন্দ ! আবার উঠে আসছে দলে প্রভাবশালী তথা ১৫ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী খোকন তালুকদারের নামও l নির্বাচনী ফলপ্রকাশের পর থেকে বীজপুরের অলিগলিতে চলছে জোর আলোচনা !
এর মধ্যে হঠাৎই চাঞ্চল্যকর একটি ব্যানার কূটকচালির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গোটা কাঁচরাপাড়া শহর জুড়ে ! পুরসভার 6 নম্বর ওয়ার্ডে এমন কয়েকটি ব্যানার কাটআউট দেখা গেছে, যেখানে দলনেত্রীর ছবি ছাড়াও অভিষেক ব্যানার্জীর ছবির পাশাপাশি শুভ্রাংশু রায়ের করজোড়ে ছবির নিচে ছাপা হয়েছে ''শুভ্রাংশু রায় (হাপুন)কে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান নিযুক্ত করবার জন্য মমতা ব্যানার্জীকে জানাই ধন্যবাদ সৌজন্যে 6 নং ওয়ার্ডের সকল অধিবাসীবৃন্দ।''
তবে কি কাঁচরাপাড়া পুরসভায় পুরপ্রশাসক হিসেবে মুকুল-তনয় শুভ্রাংশু রায় (হাপুন) কে পেতে চলছে আমজনতা ? এই প্রশ্নকে উস্কে দেয়া এই বিতর্কিত ব্যানার নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি দলের কেউই ! তবে নিন্দুকদের মতে, হাওয়া গরম করতেই নাকি এই ব্যক্তিগত উদ্যোগ নেয়া হয়েছে! যদিও আকারে ইঙ্গিতে এবং নেতাকর্মীদের শরীরী ভাষায় বোঝা যাচ্ছে পছন্দের প্রথম তালিকায় আছেন কিন্তু সেই 'কমল'ই। ইদানিং সামাজিক মাধ্যম জুড়েও কমল অধিকারীর সমর্থনে গলা ফাটিয়েছেন নেটিজেনরা !
ফলপ্রকাশের প্রায় দু'হপ্তা পর আজ কাঁচরাপাড়ার ভাগ্যে যে নতুন মুখ'ই নিশ্চিত সেটা আর বলার অপেক্ষা রাখে না ।
No comments