ব্রেকিং নিউজ

পুর নাগরিকরা শুধরে দিক জনপ্রতিনিধিদের ভুল : চাইছেন পার্থ

সাতদিনের সমাচার : রাজ্যের অন্যান্য প্রান্তের মত ৩১টি ওয়ার্ড সম্বলিত নৈহাটি পুরসভাতেও তৃণমূল বিরোধীশূন্য ! ফলে জনপ্রতিনিধিদের ভুল শুধরে দেওয়া বা সমালোচনা করবার লোকের তীব্র অভাব। 
আর সে কারণেই নৈহাটির বিধায়ক তথা বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক এবার সাধারণ পুর বাসিন্দাদের কাছে জনপ্রতিনিধিদের ভুল ধরিয়ে দিতে আবেদন রাখলেন l
বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি পুরসভা প্রাঙ্গণে নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত নবনির্বাচিত 
তৃণমূল কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্থবাবু বলেন, "কেউ ভুল ধরিয়ে দিলে তা শুধরে নিয়ে ভালো কাজ করা সম্ভব।" পার্থবাবুর এহেন নিবেদন বেজায় খুশি নৈহাটির আমজনতা l

No comments