ব্রেকিং নিউজ

আগামীকাল উদ্বোধন হতে চলেছে নতুন জেটিয়া পুলিশ থানা

নিজস্ব প্রতিনিধি, সমাচার সাতদিন: আগামীকাল উদ্বোধন হতে চলেছে হালিশহর জেঠিয়ার নবনির্মিত পুলিশ স্টেশন। জেটিয়া পুলিশ স্টেশনের ওসি-র দায়িত্ব নিচ্ছেন সাব-ইন্সপেক্টর সত্যজিৎ মন্ডল, যিনি এর আগে নৈহাটি থানায়  ছিলেন। 
তিনি ছাড়াও জেটিয়া থানার দায়িত্বে অন্যান্য অফিসাররা হলেন সাব-ইন্সপেক্টর জ্যোতির্ময় দত্ত, এসআই আসমিন মুস্তাবা, এসআই অনিল বাগ প্রমুখ। 
অপরদিকে পরিবর্তন করা হল বীজপুর থানার বেশকিছু সাব ইন্সপেক্টরদের। এস আই ভিম চরণ পাত্র, জ্যোতির্ময় দত্ত, অনুজ কুমার দে, তাপস কুমার দত্ত, অর্ণব মিস্ত্রি, সুমন নন্দী, সন্দীপ আড়ি ও প্রিয়তোষ কয়াল।কিছুদিনের মধ্যেই দায়িত্ব নেবেন নতুন অফিসার ও পি এস আই অফিসাররা।

No comments