হিমালয়ান উড ব্যাজ : নজির গড়ল পূর্বরেল স্কাউট
সাতদিনের সমাচার : স্কাউট আন্দোলনের সর্বোচ্চ সম্মান 'হিমালয়ান উড ব্যাজ' কোর্স সফলভাবে সম্পাদনকারী স্কাউটারদের হাতে আজ এর পার্চমেন্ট, স্কার্ফ এবং বিড তুলে দেওয়া হল পূর্ব রেলওয়ে ভারত স্কাউট্স এন্ড গাইড এর সদর দপ্তর প্রশিক্ষন কেন্দ্র মধুপুরে l চরম দাবদাহকে উপেক্ষা করেও আজ ২৭ এপ্রিল বুধবার কাব,স্কাঊট এবং রোভার সেকশনের প্রায় ৪৩ জন লিডার আজ এই সম্মান পেয়ে অভিভূত l
এই উপলক্ষে মধুপুর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এস টি সি রাজেন রায় তাঁর বক্তব্যে বলেন, "ঐতিহাসিক শুভক্ষণ তৈরী হল আজ, শুধু পূর্ব রেল স্কাউটস নয়,সম্ভবত ভারত স্কাউটস এণ্ড গাইডস এর জাতীয় দপ্তরের ইতিহাসে এই প্রথম একসাথে এতজন স্কাউট সদস্য এই সম্মান লাভ করলেন !
এটা আমাদের চরমভাবে গর্বিত করেছে, মূলত স্টেট অর্গানাইজিং কমিশনার সৈয়দ জাহাঙ্গীর হাবিব (টিপুদা) এর একক প্রচেষ্টায় গত বছর তিনটি সেকশনের 'হিমালয়ান উড ব্যাজ কোর্স' এই মধুপুরেই একসাথে সম্পন্ন করা গেছে, যেখানে প্রায় ৬০ জন স্কাউটার জাতীয় দপ্তরের বিভিন্ন প্রক্রিয়া শেষে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন,
তাদের অনুমোদন সাপেক্ষেই প্রায় একবছর পর স্কাউট সদস্যদের হাতে আমরা তাদের প্রাপ্য পার্চমেন্ট,বিড এবং স্কার্ফ তুলে দিতে পারলাম, যারা ভবিষ্যতে পূর্বরেল স্কাউটের সুনাম অক্ষুন্ন রাখবে, সেই সাথে আজকের দিনটি পূর্ব রেল স্কাউটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে l" সপ্তাহব্যাপী অ্যাডভান্স কোর্সের শেষ দিনে এই আয়োজন অ্যাডভান্স স্কাউটারদের প্রবল উৎসাহিত করবে বলেও মনে করছেন উপস্থিত চয়ন ভট্টাচার্য্য, শম্ভুনাথ সেনগুপ্ত, স্বপন প্রামানিক, অরুণময় মুখার্জী, বাপি বোস, শুভাশিস সরকার, চঞ্চল সরকার প্রমুখ স্টেট অফিসিয়ালগণ l
প্রসঙ্গত, শিয়ালদা জেলা স্কাউটের হালিশহর নিউ গ্রুপের তিন সদস্য স্কাঊট মাস্টার প্রসেনজিৎ বিশ্বাস, রোভার লিডার শঙ্কর চৌধুরী এবং সদ্য অভিষিক্ত গ্রুপ লিডার কৌশিক সমাদ্দার এই সম্মান পেয়েছেন,অন্যদিকে জেলার সহ: সম্পাদক শুভঙ্কর শীল সহ আরও জেলার অন্যান্য গ্রুপের বেশ কয়েকজন স্কাউট সদস্য এই 'উডব্যাজ' সম্মান পেয়েছেন বলে জানা গেছে l
No comments