ব্রেকিং নিউজ

নৈহাটি জুটমিল : কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু

সাতদিনের সমাচার : মাত্রাতিরিক্ত গরমে অসুস্থ হয়ে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য নৈহাটী জুট মিলে । জানা গেছে, নৈহাটি গৌরীপুর নিবাসী বিন্দিচরন দাস (৫০) নৈহাটি জুট মিলের স্পিনিং বিভাগে কর্মরত ছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি মিলে বি শিফটে কর্মরত অবস্থায় দাবদাহের কারণে মিলের ভিতরই অসুস্থ হয়ে পড়েন বিন্দিচরণ। এরপর সেখানেই মৃত্যু হয় তার, অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারকে নীল কর্তৃপক্ষকে অর্থ সাহায্য করতে হবে এই দাবি তুলে অন্যান্য শ্রমিকরা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে,তবে শ্রমিকদের দাবি মানতে নারাজ মিল কর্তৃপক্ষ পুলিশ ডাকে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মিল শ্রমিকরা তাদের দাবিতে অনড় ! মৃতের পরিবারকে খবর দেয়ার পর দেহটি উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। স্পিনিং বিভাগের সর্দার মৃত বিন্দিচরণ গৌরীপুর এলাকায় একা থাকলেও বিহারে তার  পরিবার রয়েছে।

No comments