ব্রেকিং নিউজ

গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার : নেপথ্যে কী বিবাহ বহির্ভূত সম্পর্ক?

সাতদিনের সমাচার : হালিশহর বলদেঘাটা এলাকায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ তার পরিবারের লোকজন l তাদের অভিযোগ, সোমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেতে পারে না, বরং তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে!
মৃতা সোমা বিশ্বাসের মা স্বয়ং দাবি করেছেন, হুগলির বাসিন্দা রাজীব ভট্টাচার্য নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সে মেয়ের ফ্ল্যাটে যাতায়াত করতো l রাজীবের কঠোর শাস্তির দাবি জানিয়ে মৃতার মা আরও বলেন, কোনও অজানা কারণে সম্পর্কে অবনতি হবার জন্য রাজীবই আমার মেয়েকে খুন করেছে ! 
হালিশহর থানার পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর  মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতার বাড়ির লোকের  অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। 
প্রসঙ্গত, সোমা বিশ্বাসের স্বামী রেলকর্মী, কর্মসূত্রে মধ্যপ্রদেশের বাসিন্দা। বছর ১৭ একটি মেয়ে নিয়ে বলদেঘাটার ফ্ল্যাটেই থাকতো সোমা l 
ঘটনার পর অভিযুক্ত রাজীবকে আটক করে হালিশহর থানার পুলিশ। আরও জানা গেছে, মৃতার দেহে নাকি আঘাতেরও চিহ্ন ছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক তথ্য জানা যাচ্ছে না। এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই যুবক প্রায়ই সোমার স্বামীর অনুপস্থিতিতে তাদের ফ্ল্যাটে আসত, রাত্রিবাসও করত। এমনকি সোমার মেয়ের সঙ্গেও ওই যুবকের সখ্যতা ছিল বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে ! আটক যুবক রাজীবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় বেশ  চাঞ্চল্য মিশ্রিত কৌতূহল রয়েছে !

1 comment:

  1. Softest leather from Spain with detachable hard bottom panels and two-way zippers for added convenience. Please add an extra week to ship time for embossing.Exclusively at Scully & Scully. Anna Weatherley Old Master 카지노사이트 TulipsInspired by the artisanal custom of Hungary, expert artisans handpaint fine European porcelain with 24k gold accents. Tree of Life Light Tapestry Wall HangingFeatures the classic English Tree of Life pattern initially woven from embroidered wool portiere by William Morris. Adjustable brass hanging rods with brass fleur de lys finials additionally out there for buy.

    ReplyDelete