দলনেত্রীর নির্দেশ শিরোধার্য : পার্থ
সাতদিনের সমাচার : 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি রণকৌশল নিয়েই আমরা লড়াই করেছি, তাই গোটা বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতিরও জুড়ি মেলা ভার' - আজ শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের তির্যক প্রশ্নের উত্তরে আজ এমনটাই বলেন,
বাম আমলের শেষ পর্যায়ে তৎকালীন পরিবহনমন্ত্রী রঞ্জিত কুণ্ডুর পর ফের নৈহাটির ইতিহাসে গর্বের সঙ্গে সংযোজিত হল তৃণমূল সরকারের নতুন মন্ত্রী নৈহাটির ভূমিপুত্র পার্থ ভৌমিকের নামটিও। এই উপলক্ষে শুধু নৈহাটী নয়, পার্শ্ববর্তী বীজপুর বিধানসভা এলাকাও আজ ছিল যথেষ্ট উৎসবমুখর! বাজি ফাটিয়ে আনন্দে শামিল হন সর্বস্তরের দলীয় কর্মীরা !
প্রসঙ্গত, ২০১১ সালে নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রথমবারের জন্য বিধায়ক। সেই শুরু, ২০১৬ ও ২০২১ পর পর দু'বার নৈহাটি থেকে বিপুল জনসমর্থন পেয়ে জয়লাভ করা 'দিদির সৈনিক' এবার কিনা মন্ত্রিসভায়।
আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একগুচ্ছ নতুন মন্ত্রীর সাথে শপথ নেন পার্থ ভৌমিক । শপথ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,'দলনেত্রী যতটা দায়িত্ব দেবেন তা ১০০% পালন করার চেষ্টা করব।' তাঁর কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই আজও লড়ে চলেছেন বাংলার মানুষ তা সজ্ঞানে অস্বীকার করতে পারবেন না, কেউ বিরোধিতার জন্য তা মানতে নাই পারেন, কিন্তু সজ্ঞানে কখনোই নয় ! কেননা, রাজ্যের বিবেকবান মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, এটা প্রমাণিত সত্য।'
No comments