পূর্বরেল স্কাউট হালিশহর নিউ গ্রুপ আয়োজিত "পার্টিশন হরর'স রিমেম্বার্স ডে" সাড়ম্বরে পালিত হল রেলওয়ে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় !
পূর্বরেলওয়ে ভারত স্কাউটস এন্ড গাইডস শিয়ালদা জেলার অগ্রণী গ্রুপ হালিশহর নিউ এর পক্ষ থেকে আজ সাড়ম্বরে পালিত হল " পার্টিশন হরর'স রিমেম্বার্স ডে",
ভারত সরকারের নির্দেশ অনুযায়ী পূর্বরেল স্কাউটকে দেয়া সার্কুলার অনুসারে আজ এই দিবস উদযাপিত হল ১৪ অগাস্ট হালিশহর নিউ গ্রুপ স্কাউট প্রাঙ্গনে!
এই উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে দেশভাগের দলিল হিসেবে পরিচিত এবং সরকার নির্দেশিত তৎকালীন ৫২টি ছবি নিয়ে একটি বিশেষ
প্রদর্শনীর আয়োজন করা হয়, প্রদর্শনী উদ্বোধন করেন দেশভাগের যন্ত্রনা বুকে বয়ে নিয়ে ভারতে আসা বর্তমানে হালিশহর নিবাসী নব্বই বর্ষীয়া শ্রীমত্যা নির্মলা রায় !
No comments