সকালে বিধায়কের সাথে তো রাতে সাংসদ শিবিরের নেতাকর্মীদের সাথে ছবিতে এবার কাউন্সিলর অশোক যাদব, ধন্দে তৃণমূল কর্মীরা
নিউজ ডেস্ক:- এদিন সকালে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহরের বিভিন্ন ছট পূজার ঘাটগুলি পরিদর্শন করছিলেন, সেই সময় হালিশহর পৌরসভার উপ-পৌরপ্রধান - সিআইসি সহ সকল কাউন্সিলরদের সঙ্গেই হালিশহর পৌরসভার কাউন্সিলর অশোক যাদবও উপস্থিত ছিলেন। এরপরেই অদ্ভুতভাবে এদিন রাতেই অশোক যাদবকে বর্তমানে স্থানীয় বিধায়কের বিরোধী বলে আখ্যা পাওয়া ব্যারাকপুর এর সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বলে পরিচিত এবং বর্তমানে আদেও তিনি তৃণমূল দলের কর্মী নাকি তিনি অন্য কোনো দলে আছেন, তা নিয়ে তৃণমূলের দলীয় নেতৃত্ব থেকে কাউন্সিলরদের মধ্যেই চরম বিভ্রান্তি রয়েছে, সেই বিভিন্ন সময়ে দল-বদলু নেতা হালিশহর পৌরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান দেবাশীষ দত্ত ওরফে রাজা যিনি এক সময় বিভিন্ন বিষয়ে সংবাদ শিরোনামে থাকতেন, তার সঙ্গে এক ফ্রেমে দেখা যায়। এখানেই, বীজপুরে তৃণমূল কংগ্রেস দল বর্তমান সময়ে যে দুটি গোষ্ঠীতে বিভক্ত তা আরও একবার প্রমাণিত হল - দিনে নেতা একজন তো রাতে অন্য নেতা। অতীতেও আমাদের চ্যানেলে প্রকাশিত বিভিন্ন খবরে আমরা বীজপুরের এই লবি-বাজী নিয়ে সংবাদ পরিবেশন করেছিলাম। প্রসঙ্গত সূত্রের খবর, কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস এর উপর যে হামলার ঘটনা ঘটেছে তাও এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই। তবে যাই হোক, প্রশ্ন সেই আবারও আমরা একই রাখছি, দলের রাজ্য ও জেলা নেতৃত্ব কি এইসব বিষয়ে নজর রেখেছে? বীজপুরে এই স্থানীয় বিধায়ক বনাম অন্যান্য বাকি গোষ্ঠী গোষ্ঠী খেলা কবে বন্ধ হবে? আদেও কি বন্ধ হবে? মাননীয় সাংসদ কি বলবেন? মাননীয় বীজপুর বিধায়কই বা কবে এই লবি-বাজীর বিষয়ে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন? শুনতে পারছেন? শুনতে পারছেন কি?
No comments