ব্রেকিং নিউজ

অবশেষে কাঁচরাপাড়ার উপ-পৌরপ্রধান পদে অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ শুভ্রাংশুর, তবুও সাধারণের মনে জাগছে প্রশ্ন চিহ্নও

নিজস্ব প্রতিবেদক, বারাকপুর :  অবশেষে আজ কাঁচরাপাড়া পৌরসভায় নিজের নির্ধারিত দফতরে উপস্থিত হলেন বীজপুরের দুবারের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে কাঁচরাপাড়া পৌরসভার উপ-পৌরপ্রধান শুভ্রাংশু রায়। এদিন  কাঁচরাপাড়া পৌরসভার নির্বাহী আধিকারিক সঞ্জীব বড়ুয়া তাকে আমন্ত্রণ জানিয়ে অফিসিয়ালি তার দায়িত্ব বুঝিয়ে দেন, তার নির্দিষ্ট ঘরের দায়িত্বভার অর্পণ করেন ও পৌরসভার বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখানোর সাথেই সকলের সঙ্গে পরিচয় পর্ব সারেন। প্রসঙ্গত, দিন কয়েক পূর্বেই কাঁচরাপাড়ার উপ-পৌরপ্রধান শুভ্রাংশু রায়কে ক্ষমতার দম্ভে দমিয়ে রাখা হয়েছে, পৌরসভায় তার ঘর স্টোররুমে পরিনত করা হয়েছে - এরকম নানা অভিযোগ উঠেছিল। 'সময় হলেই সব দেখতে পাবেন' - এই বলে সে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন পৌরপ্রধান কমল অধিকারী। সেই সময়টাই কি আজ এল? প্রশ্ন জনমানসে। তবে, সুত্রের খবর, আরও একটি প্রশ্ন সাধারণ মানুষের মনে জাগছে যে, পৌরসভা নির্বাচন, নতুন পৌরপ্রধান-উপপৌরপ্রধান ঘোষণা, শপথ গ্রহণ, নতুন বোর্ড গঠন সহ পৌরসভা পরিচালনা চলছে - তা প্রায় মাস আষ্টেকের অধিক অতিবাহিত। 
তাহলে এতদিন বাদে আজ হঠাৎ শুভ্রাংশুকে পৌরসভায় নিমন্ত্রণ জানিয়ে নতুন ঘরে বসিয়ে দায়িত্বভার অর্পণের তৎপরতা! এ যেন ঠিক সেই, 'ঠাকুর ঘরে কে, আমিতো কলা খাইনি' গোছের হাস্যাস্পদ হয়ে গেল না। এখানেই আরও একটি বিষয় উল্লেখ্য, আমরা যদিওবা ধরেও নিই যে শুভ্রাংশু এতদিন অফিসিয়াল কাগজপত্রের অপেক্ষা করছিলেন বলে উপরিউক্ত সময়ে দ্বিতলে নিজের নামফলক সহিত (বর্তমানে তিনতলায় সুসজ্জিত নতুন ঘর) পৌরপ্রধানের পার্শ্ববর্তী ঘরে এসে বসতেন না, বোর্ড মিটিং এ অনুপস্থিত ছিলেন; তাহলে তিনি কেন স্ব-ইচ্ছায় এতদিন দায়িত্বভার গ্রহণের জন্য উদ্যোগী হলেন না? কারণ, যে কোনো পৌরসভা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রেই পৌরপ্রধান পদ যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই উপ-পৌরপ্রধান পদও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যাই হোক, এখন এরকম প্রশ্ন বহু, উত্তর - সময়! সময়ই বলবে, আগামীতে এই সব বিতর্ক, প্রশ্ন, কৌতূহল দুরে সরিয়ে কিভাবে আরও উন্নত-তর পৌর পরিষেবা কাঁচরাপাড়া পৌরসভা সুষ্ঠুভাবে প্রদান করতে পারে, যাতে করে আমাদের মতো সাধারণ নিম্ন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পৌর ননাগরিকবৃন্দ মোদের ন্যুনতম চাহিদা 'রোটি - কাপড়া অউর মাকান' এর সাথে সুখে, শান্তিতে বসবাস করতে পারি।

No comments