ব্রেকিং নিউজ

ওয়ার্ল্ড থিংকিং ডে : পূর্বরেল স্কাউটের শিয়ালদা জেলাজুড়ে সাড়ম্বরে উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদা জেলা অ্যাসোসিয়েশন এর দ্বিতীয়বর্ষ রক্তদান উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল শিয়ালদা ডিআরএম স্পোর্টস গ্রাউন্ড সংলগ্ন রেলওয়ের নিজস্ব পরিসরে l রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট রেলআধিকারিক এডিআরএম (আই) তথা ডিস্ট্রিক্ট চীফ কমিশনার এস এস প্রিয়দর্শী, জেলা স্কাউট ডিস্ট্রিক্ট কমিশনার তথা সিনিয়র ডিইএন কার্তিক সিং, সিনিয়র ডিপিও মহম্মদ তারিখ প্রমুখ l 
বিআরসিং রেল হাসপাতালের ব্লাড সেন্টার ছাড়াও নিকটবর্তী সেন্ট্রাল ব্লাড সেন্টার এদিন শিয়ালদা জেলা স্কাউট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে রক্ত সংগ্রহে হাজির ছিলেন, জেলার ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিশনার (স্কাউট) কমল মুখোপাধ্যায় এবং  জেলার সহ: সম্পাদক শুভঙ্কর শীল বলেন, '২২ ফেব্রুয়ারী স্কাউট এর প্রতিষ্ঠাতা বেডেন পাওয়েল এর জন্মদিবস অর্থাৎ 'ওয়ার্ল্ড থিংকিং ডে'এই দিনটা বিশ্বস্কাউটিং এর কাছে একটি অন্যতম স্মরণীয় দিবস, গোটা বিশ্বের সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের সঙ্গে রেলজোন 
রাজ্যেগুলির বিভিন্ন জেলাতে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে, প্রকৃত অর্থে সমাজসেবার জন্য কোথাও রক্তদান উৎসব, নাগরিক সেবা,সচেতনতা প্রচার,সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং এ যোগদান সম্পর্কিত প্রচার ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে সাড়ম্বরে, আমরা চাইবো আগামীতে প্রতিটি রেলপরিবার এবং সাধারণ পরিবারের মানুষ স্কাউটিং এ যোগ দিন, এবং বিশ্বস্কাউটিং পরিবারের একজন সদস্য হয়ে সমাজসেবার এই আন্দোলনকে সম্প্রসারিত করুন l" 
প্রসঙ্গত, পরবর্তী পর্যায়ে এদিন জেলাস্তরে স্কাউটিং সংক্রান্ত পর্যালোচনা এবং কৌশলগত পরিকল্পনা সভাও আয়োজিত হয়, যেখানে জেলা কর্মকর্তা ছাড়াও হাজির ছিলেন জেলার বিভিন্ন গ্রুপের গ্রুপ লিডারগণ l

No comments