ব্রেকিং নিউজ

শুরু হলো হালিশহর স্কাউটের 2 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি : পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এবং গাইডস এর শিয়ালদহ জেলার হালিশহর নিউ গ্রুপের  লিডারদের উদ্যোগে আয়োজিত প্রথম বর্ষ 2 দিন ব্যাপী ইন্টার গ্রুপ ক্রিকেট টুর্নামেন্ট   "কিম'স ট্রফি " সাড়ম্বরে শুরু হলো শাখার নিজস্ব ময়দানে l টুর্নামেন্ট উদ্বোধন করতে ময়দানে হাজির ছিলেন গ্রুপ চেয়ারম্যান অশোক রক্ষিত এবং গ্রুপ লিডার প্রসেনজিৎ বিশ্বাস l ফানুস উড়িয়ে খেলা শুরু হয় l গ্রুপ লিডার প্রসেনজিৎবাবু বলেন, "এই ধরণের উদ্যোগ শিয়ালদাহ স্কাউট জেলার মধ্যে প্রথম, সারা বছর বিভিন্ন সমাজসেবা ও স্কাউটিং প্রোগ্র্যামএর সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এই টুর্নামেন্ট স্কাউট সদস্যদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে তোলে l" মালঞ্চ মনস্টার, পূর্বাচল এভেন্জার্স, নবনগর স্ম্যাচেরস, চৌমাথা থান্ডার চৌমাথা সুপারসিক্স অরুণাচল অ্যারোস এবং নবনগর হেভি হিটারস এই  7 টি টীম নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট দেখতে হালিশহর স্কাউট ময়দানে হাজির হয়েছিলেন অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ l

No comments