ব্রেকিং নিউজ

হালিশহর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতদিনের সমাচার : হালিশহর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  হলো রামপ্রসাদ খেলার মাঠে l 3 জানুয়ারী হিট হবার পর 5 জানুয়ারী ছিল এই প্রতিযোগিতার মূল পর্ব l ছাত্রছাত্রীদের সমবেত মার্চপাস্টএর মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় l লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন ইভেন্টে স্কুল পড়ুয়ারা অংশ নেয় l হাজির ছিলেন স্কুল কমিটির সভাপতি দীপন দত্ত, ম্যানেজিং কমিটির পক্ষে প্রণব লোহ , প্রসেনজিৎ ভঞ্জ প্রমুখ l পতাকা উত্তোলন করে প্রধান অতিথি বিধায়ক শুভ্রাংশু রায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে অঙ্গীকার করেন l

No comments