জেঠিয়া নান্না করুণাময়ী কালীমন্দিরে অন্নকূট উৎসব পনেরো বছরে পদার্পন করলো
সাতদিনের সমাচার : হালিশহর জেঠিয়া পঞ্চায়েত এলাকার শতাব্দী প্রাচীন নান্না করুনাময়ী কালী মন্দিরে অন্নকূট উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো l অগণিত ভক্ত সাধারণ এদিন মায়ের মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন পুজোর ডালি নিয়ে l মন্দিরের পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় 1953 সালে নান্না এলাকায় করুনাময়ী কালীমন্দির প্রতিষ্ঠা হয় ঠিকই , কিন্তু অন্নকূট উৎসবের প্রচলন ছিল না, বিগত 14 বছর আগে মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা হবার পর থেকে অন্নকূট উৎসব শুরু হয়, 5 জানুয়ারী এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো l
No comments