ব্রেকিং নিউজ

হত্যাকারীদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল খড়দাতে

গৌরব সাহা: গৃহবধূ শ্বেতা দাসের অস্বাভাবিক মৃত্যুর  সঠিক তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে আজ সন্ধ্যায়  মোমবাতি মিছিল করলেন খড়দহের শ'খানেক শান্তিপ্রিয় মানুষ l দক্ষিণপল্লী থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় খড়দহ থানায় এসে l থানায় স্মারকলিপি জমা দেন মিছিলে অংশগ্রহণকারী মানুষজন । তাদের একটাই দাবি, বধূ হত্যাকারীদের উপযুক্ত শাস্তি l প্রসঙ্গত, গত সপ্তাহে নববিবাহিত বধূ শ্বেতা দাসের উপর শারীরিক নির্যাতন ও তাকে হত্যার  অভিযোগ ওঠে তার স্বামী সায়ন দাসের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই মোমবাতি মিছিল বলে জানিয়েছেন অয়োজকরা ।ছাত্র-ছাত্রী,গৃহবধূ থেকে শুরু করে বহু সাধারণ মানুষ মিছিলে পা মিলিয়েছেন ।

1 comment: