ব্রেকিং নিউজ

ছাত্রের রহস্যজনক অন্তর্ধান : চক্রের সন্ধানে পুলিশ

দেবপ্রিয় সরকার : নোয়াপাড়া থানা অঞ্চলের দক্ষিণপাড়া এলাকার দশম শ্রেণীর এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে , ইছাপুর বিভুকিংকর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র কৌশিক রায় গত 30 শে ডিসেম্বর  সন্ধ্যেয় প্রাইভেট টিউশন যাবে বলে বাড়ি থেকে বের হয় কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় বাড়ির লোক প্রথমে পাশেই প্রাইভেট টিউটর এর কাছে খোঁজ করে,  কিন্তু সেখানে কোন সন্ধান মেলে না, এরপর বন্ধুবান্ধব এবং  আত্মীয়স্বজন এর বাড়িতে খোঁজ করেও তাতে কৌশিকের কোন খোঁজ পাওয়া যায়নি। এর পরেরদিন 31 শে ডিসেম্বর স্থানীয় নোয়াপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে কৌশিক এর পরিবার। নোয়াপাড়া থানা পুলিশ তদন্তে নামলেও এখনো কৌশিকের কোন খোঁজ দিতে পারেনি। 2 জানুয়ারি 2019 তারিখে কৌশিকের এক বন্ধুর কাছে ফোন আসে সেখানে কৌশিক ফোনে জানায় যে তার বাবা মাকে বলে দিতে ছয় মাস পরে বাড়ি ফিরবে। কিন্তু কোথায় আছে কার সাথে আছে সে ব্যাপারে কিছু না বলেই ফোন কেটে দেয়। তারপর ঐ ফোন নম্বরে পরপর চারবার ফোন আসে কৌশিকের শেষবারের বেলায় কৌশিক কান্নাকাটি করার আওয়াজ পাওয়া গেলেও তার কোন গলার আওয়াজ পাওয়া যায়নি। যে নাম্বার থেকে ফোনটি এসেছিল সেই নাম্বারটি পুলিশকে দেওয়া হয়েছে। নোয়াপাড়া থানা পুলিশ ওই ফোন নম্বর ট্র্যাক করে কৌশিকের হদিস পাওয়ার চেষ্টা করছে। কিন্তু তার পরিবারের লোকজন যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ কেউ বা কারা তাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে এবং সেখানে আটকে রেখেছে। এর পেছনে কোন চক্র কাজ করছে বলে কৌশিকের পরিবারের লোকের আশঙ্কা। কৌশিকের বাবা আনন্দ রায় দিনমজুরের কাজ করে মা সোমা রায় গৃহবধূ দুজনেই ছেলের ঘরে ফেরার আশায় পথ চেয়ে বসে আছেন।

No comments