ব্রেকিং নিউজ

সাড়ম্বরে শুরু কাঁকিনাড়া উৎসব



দেবপ্রিয় সরকার  : কাঁকিনাড়া উৎসব কমিটির পরিচালনায় সপ্তম বর্ষ কাঁকিনাড়া  উৎসব শুরু হলো শনিবার থেকে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন ভাটপাড়া বিধায়ক তথা ভাটপাড়া পুরসভার  প্রধান অর্জুন সিং। ছিলেন ব্যারাকপুর মহকুমা শাসক এ কে আজাদ ইসলাম এবং ব্যারাকপুরের ব্লক উন্নয়ন আধিকারিক তুহিন কান্তি ঘোষ। এই উৎসবে ক্রেতা সুরক্ষা দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, হস্তশিল্প, বইমেলা, স্থানীয় স্কুল মিলিয়ে 25 টি স্টল রয়েছে। মেলা চলবে  আগামী 9 জানুয়ারি 2019 পর্যন্ত । এই কদিন উৎসবে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকবে ক্যুইজ, অংকন, নৃত্য ও ফুটবল প্রতিযোগিতা।

No comments