গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির
দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর - খড়দহ গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আজ খড়দহ রহড়া বাজার মোড় থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজন করে বিজেপি। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায় সহ অনেকে। এই প্রতিবাদ মিছিল খড়দহ থানা পর্যন্ত যায়। সেখানে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা।খড়দহ থানার সামনে দাঁড়িয়ে প্রত্যেক নেতা জানান ঘটনা ঘটার 48 ঘণ্টা পরে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী 24 ঘন্টার মধ্যে বাকিরা গ্রেপ্তার না হলে আরো বড়োসড়ো আন্দোলনের হুমকি দেন তারা। থানার সামনে অনশনে বসবেন বলেও তারা জানান। । পুলিশ গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উপর মহলের নির্দেশেই। তাই মানুষের স্বার্থে সাধারণ মানুষেরই এর প্রতিবাদে রাস্তায় নামা উচিত বলে মনে করেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেতা মুকুল রায় বলেন যারা অপরাধী তাদের আড়াল করার জন্য এবং নতুন গল্প তৈরি করার চেষ্টা করছে পুলিশ।তিনি খড়দহ থানার আইসি এবং তদন্তকারী অফিসার এর উদাহরণ দিয়ে বলেন তাদের পরিবারের কারোর যদি এরকম ঘটনা ঘটে তখন কি করতেন? বিক্ষোভ শেষে বিজেপির পাঁচ প্রতিনিধি দল খড়দহ থানার আই সির কাছে একটি স্মারকলিপিও জমা দেন। অন্যদিকে এই গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আশীস বিশ্বাস ওরফে বাবু কে গ্রেপ্তার করে তদন্তের জন্য 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হলে বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এই আশীস বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের হদিশ পাওয়ার চেষ্টা করছে।
No comments