ব্রেকিং নিউজ

চলে গেলেন চন্ডীবাবু

মহুয়া বিশ্বাস : মকর সংক্রান্তির পুণ্য লগ্নে ইহলোক ত্যাগ করলেন  প্রখ্যাত তবলা শিল্পী চন্ডী সরকার l যদিও এটা অকাল মৃত্যু ছাড়া কিছু নয় l কেননা মৃত্যুর জন্য ৬৩ বছর এমন কিছুই নয়, জানা গেছে দীর্ঘ সময় ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তার মধ্যেও শহরতলীর  বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে যোগ্য সঙ্গত করে গেছেন অসুস্থতাকে হেলায় উপেক্ষা করেও,গঙ্গার তীরে সিদ্ধেশ্বরীমায়ের নাটমন্দিরে আয়োজিত নববর্ষের বৈঠকি আড্ডাতেও তাঁর গৌরবময় উপস্থিতি সংস্কৃতিপ্রেমী মানুষের মনকে নাড়া দিয়েছিল সেদিন l
 অসুস্থ অবস্থায় সম্প্রতি কলকাতার বি আর সিং রেলওয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চণ্ডীবাবু, পৌষ সংক্রান্তির ভোরে জীবনযুদ্ধে হেরে গেলেন একের পর এক মঞ্চ জয় করা শিল্পী l তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় শিল্পী-সাহিত্যিক মহল l নজরুল সঙ্গীত বিশেষজ্ঞ শিল্পী প্রবীর মজুমদার জানিয়েছেন, 'আগত হালিশহর উৎসবে মানুষটিকে সেরা শিল্পীর সম্মান তুলে দেবার কথা ছিল, কিন্তু সেই সৌভাগ্য আমার আর হল না, তার আগেই চলে গেলেন আমাদের একপ্রকার অসহায়  করে দিয়ে, তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল l প্রসঙ্গত উল্লেখ্য, এই অঞ্চলের অনেক তবলাবাদক তাঁর হাত ধরেই জগৎ চিনতে শিখেছিল, তাঁর কল্যানে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত l গুণমুগ্ধরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তাঁর বাগমোড়স্থিত বাসস্থানে l সেখান থেকেই প্রয়াত চন্ডীবাবুর সুসজ্জিত মরদেহ হালিশহর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য l

No comments