ব্রেকিং নিউজ

তবলা শিল্পীকে অন্তিম শ্রদ্ধা : পুরপ্রধানের শোকপ্রকাশ

মহুয়া বিশ্বাস : প্রয়াত তবলা শিল্পী চণ্ডীবাবুর মরদেহ আজ দুপুরে বাগমোড়স্থিত বাসভবনে এসে পৌঁছোবার পর সংস্কৃতি জগতের বহু মানুষ তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন l নজরুল সংগীত বিশেষজ্ঞ প্রবীর মজুমদার হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায়'কে শিল্পীর অকাল প্রয়ানের দুঃসংবাদ দেন,পরবর্তীতে অংশুমানবাবুর নির্দেশেই প্রয়াত শিল্পীর বাসভবনে একটি শববাহী শকট সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবায় চণ্ডীবাবুর সুসজ্জিত মরদেহ নিয়ে হালিসহর মহাশ্মশান পৌঁছে দেয় l বিদায়কালে তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান  অংশুমান রায়, নৈহাটী বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিকের যোগ্য সহধর্মিনী নূতন ভৌমিক, প্রথিতযশা সঙ্গীতশিল্পী আল্পনা রায় এবং  সঙ্গীতমহলের বেশ কয়েকজন  স্বনামধন্য মানুষজন l

No comments