দমদমের শুরু হল খাদ্য মেলা "নালেঝোলে"
দেবপ্রিয় সরকার: দমদম বিধায়ক মাননীয় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উৎসাহে সেই 2013 সাল থেকে পথ চলা শুরু করে দমদমের খাদ্য মেলা "নালেঝোলে"। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুই এই মেলার নামকরণ করেছিলেন নালেঝোলে। বিগত ছয় বছরে এই মেলা বিশেষ সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তম বর্ষ এই মেলার উদ্বোধন করেন মাননীয় দমদম সাংসদ সৌগত রায়, এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, দমদম বিধায়ক ব্রাত্য বসু ছাড়াও একাধিক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী রবীনা ট্যান্ডন। তিনি এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে এসে নাচে গানে সকলকে মাতিয়ে তোলেন। এই মেলা চলবে আগামী 26 জানুয়ারি পর্যন্ত। 10 দিনব্যাপী এই মেলায় থাকছে জিভে জল আনা নানা ধরনের খাবারের স্টল। নানা ধরনের বিরিয়ানি থেকে শুরু করে আইসক্রিম পর্যন্ত প্রায় 30 টি নামী কোম্পানির স্টল রয়েছে এখানে।এছাড়াও এই মেলাকে ঘিরে থাকছে কলকাতা মুম্বাইয়ের গায়ক গায়িকাদের নিয়ে নানান মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই খাদ্য রসিক মানুষকে মেলায় আসার আহ্বান জানান।
No comments