আত্মঘাতী খেলা নাকি অন্য কিছু : যুবকের আত্মহত্যা ফের প্রশ্ন তুলে দিল
সাতদিনের সমাচার: মদনপুর থেকে হালিশহরে মাসির বাড়ি বেড়াতে এসে আত্মঘাতী এক যুবক। কিন্তু হঠাৎ কেন এই আত্মহত্যা তা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউই l জানা গেছে, মাঝে মধ্যেই হালিশহর মিত্রপাড়া এলাকায় মাসির বাড়িতে এসে থাকতো মদনপুরের আলাইপুর এলাকার বাসিন্দা কুন্তল বিশ্বাস নামে বছর তেত্রিশের ওই যুবক l দমদমের একটি কম্পিউটার ডিজাইনের কারখানায় কাজও করতো সে । শুক্রবার মাসির বাড়িতে আসার পর থেকেই কেমন আনমনা হয়েছিল বলে জানিয়েছে মাসির বাড়ির লোকজন l তাকে জিজ্ঞাসা করলে সে কেবল জানায় "ভয় লাগছে, ওরা আমায় ছাড়বে না "। কিন্তু এর বেশি কিছুই সে বলতে চায়নি l আজ সকালে তার মাসি বাড়ির বাইরে গেলে বাড়ির নির্মীয়মান অংশে নাইলনের দড়ি গলায় দিয়ে আত্মহত্যা করে সে l পরে খবর যায় বীজপুর থানায় , কেন ওই যুবক মাসির বাড়িতে এসেই আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে বিজপুর থানার পুলিশ। তবে অনেকের মতোই স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাসও সন্দেহ করছেন সম্ভবত 'ব্লু হোয়েল' বা মোমো জাতীয় কোনো আত্মঘাতী খেলার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিল সে, যার পরিণতি স্বরূপ এই আত্মহত্যা l দেহ ময়না তদন্তের জন্য কল্যাণী জওহরলাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে l
No comments