পিকনিক পার্টির সঙ্গে বিবাদের জের : ৩ ডেকোরেটর কর্মী আটক বারাকপুরে
দেবপ্রিয় সরকার : কলকাতা থেকে ব্যারাকপুর গান্ধীঘাটে পিকনিক করতে এসে ডেকোরেটার্স মালিক ও তার দলবল এর কাছে বেধড়ক ধোলাই খেতে হলো পিকনিক পার্টিকে । বাদ যায়নি মহিলারাও। দুজন মহিলার শ্লীলতাহানি করা হয় বলেও চূড়ান্ত অভিযোগ উঠেছে । তাদের গাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর l ব্যাট, উইকেট হকিস্টিক নিয়ে রীতিমতো তান্ডব চালায় তারা। জানা গেছে, ভাড়া নেওয়া চেয়ার টেবিলের কয়েকটা নাকি প্রথমেই ভাঙা ছিল, পিকনিক শেষে ওই ভাঙা টেবিলের ক্ষতিপূরণ দাবি করায় পিকনিক পার্টির সঙ্গে বচসা বাধে ডেকোরেটর কর্মীদের l ফেলার জন্য ক্ষতিপূরণ দাবি করে ডেকোরেটার্স মালিক সোনু নামের জনৈক ডেকোরেটর মালিক l ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সোনু তার দলবল নিয়ে এসে তাদের বেধড়ক পেটায় বলে অভিযোগ। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে।এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে ।
No comments