বিজেপির কর্মী সম্মেলন নৈহাটীতে
দেবপ্রিয় সরকার : লোকসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটি রেলওয়ে কমিউনিটি হলে আজ এক কর্মী সম্মেলনের আয়োজন হয়েছিল l মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রীমতি ফাল্গুনী পাত্র l লোকসভা নির্বাচনে কিভাবে শাসক দলকে পর্যুদস্ত করা যেতে পারে সে বিষয়ে কর্মীদের সাথে এক পর্যালোচনাই ছিল সভার মূল লক্ষ্য । বুথ স্তর থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হলেই তবেই শাসক দলকে নির্বাচনে হারানো সম্ভব বলে মনে করেন বিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ এর মন্তব্যের প্রসঙ্গে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, 'দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বেশি বিতর্ক করা উচিত নয়। তিনি বলেন তার যেমন আমেরিকার রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয় তেমনি মমতারও কখনো সম্ভব নয় প্রধানমন্ত্রী হওয়া।' অন্যদিকে কলকাতা 82 নম্বর ওয়ার্ডে ফিরহাদ হাকিমের নির্বাচন প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'বহিরাগতদের দিয়ে এই নির্বাচন করানো হচ্ছে ওই ওয়ার্ডে যত না ভোটার সংখ্যা তার থেকে বেশি বহিরাগতদের আনাগোনা ছিল। সাধারন মানুষ ভোট দিতে পারেনি। তারা এসে বহিরাগতদের দেখে ভোট না দিয়ে ফিরে গেছেন।' এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
No comments