ব্রেকিং নিউজ

হুকুমচাঁদ জুট মিলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন

সাতদিনের সমাচার : হুকুমচাঁদ জুট মিলের আইএনটিটিইউসি সমর্থিত  শ্রমিক কর্মচারী ইউনিয়নের দলীয় কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং l ছিলেন বীজপুরের তৃণমূল নেতা তথা হালিশহর পুরসভার ইউনিয়ন সভাপতি প্রবীর সরকার, বীজপুরের যুবসমাজের নয়নমনি সুদীপ্ত দাস,  উপপুরপ্রধান রাজা দত্ত এবং হালিশহর পুরসভার 13 জন কাউন্সিলর যারা ইতিমধ্যেই বিক্ষুব্ধ হিসেবে বীজপুরের রাজনীতিতে পরিচিতি পেয়েছেন এছাড়াও দীপঙ্কর চক্রবর্তী, মাধব চক্রবর্তী এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো l দলীয় পতাকা উত্তোলনের পর অর্জুনবাবু বলেন, সংগঠনের নিজস্ব পার্টি অফিস তৈরী হওয়াতে সাধারণ শ্রমিক কর্মচারীর স্বার্থ রক্ষার পাশাপাশি দলের কাজের সুবিধা হবে l

No comments