ড্রাইভিং লাইসেন্সে যুক্ত করা হবে আধার ঘোষণা কেন্দ্রীয় আইনমন্ত্রীর
সাতদিনের সমাচার : অপরাধ ও অনিয়ম রুখতে মোটর ভেহিক্যাল লাইসেন্সকে আধারের সঙ্গে যুক্ত করে দেশকে প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে ডিজিটাল ইন্ডিয়া অভিযানের অন্যতম লক্ষ্য বলে ঘোষনা করলেন শনিবার ১০৬ তম ইন্ডিয়া সায়েন্স কংগ্রেসে আসা কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ।তিনি দাবি করেন খুব শ্রীঘ্রই আইনে পরিবর্তন আনা হবে এবং লাইসেন্সের সাথে আধার যুক্ত করতে সাশ্রয় হবে ৯০ হাজার কোটি ।লাইসেন্সের সাথে আধারের যুক্ত হওয়ার কারণ হিসাবে তিনি জানান ,কোনো ব্যাক্তি মদ্যপ অবস্থায় মোটর বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে ধাক্কা মারলে পুলিশ তার লাইসেন্স আটক করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই ব্যক্তি অন্য জায়গা থেকে নাম পরিবর্তন করে নতুন লাইসেন্স বের করে আবার গাড়ি চালাতে শুরু করে ।এক্ষেত্রে আধার যুক্ত করা থাকলে তা আর সম্ভব হবে না বলে আইন মন্ত্রী জানান ।তিনি মনে করেন ,আধারে আঙুলের ছাপ ও চোখের স্ক্যান এই ধরনের ঘটনায় অনেকটাই অসুবিধা ঘটাবে অপরাধীদের ।কেননা নাম পরিবর্তন করলেও আঙুলের ছাপ বা চোখের ছবি পরিবর্তন করা সম্ভব নয় ।
No comments