ফের বন্ধ ঈশ্বর গুপ্ত সেতু
কিংশুক সেনগুপ্ত :ফের বন্ধ হল কল্যানী ঈশ্বর গুপ্ত সেতু l ফাটল ধরা অংশ জোড়াতালি দিয়ে কোনোরকমে চলছিল যাতায়াত, ভারীগাড়ির উপর নিষেধাজ্ঞা থাকলেও রমরমিয়ে চলছিল চারচাকার ছোট যানবাহন, এমনকি প্রশাসনের চোখফাঁকি বালিবোঝাই গাড়িও দিব্যি যাতায়াত করতো সেতুর উপর অবৈধ টোল দিয়ে, কিন্তু ফাটলের মেরামতি ফের নড়বড়ে হতেই পুলিশ আজ সেতুর উপর দিয়ে আজ যান চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধই করে দিল l তবে প্রশাসনিক স্তরে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের জেরে ফের বিপাকে দুপাড়ের যোগাযোগের ব্যবস্থা l ব্যাবসায়িক ক্ষতির আশংকায় দিন গুনছেন সকলেই l
No comments