ইয়ারফোন কানে : ট্রেনের ধাক্কায় বেঘোরে প্রাণ গেল যুবকের
সৈকত গাঙ্গুলি:
কানে ইয়ারফোন গুঁজে রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ও টিটাগড় রেল স্টেশনের মাঝখানে তালপুকুর এলাকায় ।
আজ সকাল দশটা নাগাদ ব্যারাকপুরের দিক থেকে টিটাগড়ের দিকে চার নম্বর লাইন ধরে এক যুবক হেঁটে আসছিলেন, কানে গোজা ছিল ইয়ারফোন l হঠাৎ করেই সে চার নম্বর থেকে তিন নম্বর টপকে দুই নম্বর লাইনে চলে আসে, কিন্তু কানে ফোন থাকায় সেই মুহূর্তে পেছন থেকে আসা ট্রেনের আওয়াজ সে শুনতে পায় নি, ট্রেনের ধাক্কায় যুবকটির দেহ বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে l সেখানেই মৃত্যু হয় তার । খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় । মৃত যুবকের বয়স কুড়ি -একুশের কোঠায় l তার নাম পরিচয় অজানা ।
যাত্রীদের সচেতনতা বাড়াতে রেল কর্তৃপক্ষ বারবার বিজ্ঞাপন দিলেও আদতে যে তা ব্যর্থই হচ্ছে এই ঘটনায় প্রমাণ হল আরও একবার ।।
No comments