পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি : চাঞ্চল্য
সৈকত গাঙ্গুলি :
টিটাগড় থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিবেদিতানগরে পঞ্চায়েতের এগারো নম্বর সংসদের জনপ্রতিনিধি বিজলি মিত্রর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । বিজলীদেবী এবং তাঁর স্বামী প্রাক্তন পঞ্চায়েত সদস্য জোতির্ময় মিত্রর দাবি, এলাকার কুখ্যাত দুষ্কৃতী নীলু মণ্ডল ও তার ছেলে সায়ন মণ্ডলের অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই বাড়িতে এই হামলার ঘটনা । বিজলিদেবী বলেন, গতকাল রাতের খাওয়া শেষ করে ঘুমাতে যাবার মুহূর্তে বাড়িতে ইট বৃষ্টি শুরু হয় l পরিস্থিতি দেখতে আমরা বাইরে বেরিয়ে আসতেই নীলু মণ্ডল ও সায়ন মণ্ডল আমাদের খুনের হুমকি দিয়ে বলতে থাকে, "খুব বাড় বেড়েছিস তোদের গুলি করে মারব " l এরপর আমাদের চিৎকার শুনে এলাকার মানুষ জন বেরিয়ে আসেতেই দুষ্কৃতীরা চম্পট দেয় " l ঘটনার খবর দেয়া হয় টিটাগড় থানায় l রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল খতিয়ে দেখে l এর পরিপ্রেক্ষিতে টিটাগড় থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ॥
No comments