ব্রেকিং নিউজ

দুঃস্থদের শীতবস্ত্র দান গারুলিয়াতে


দেবপ্রিয় সরকার ঃ
গারুলিয়া সম্প্রীতি ক্লাব এবং সঙ্কল্প নামের এক সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়  ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্হানীয় পুরপ্রতিনিধি  চন্দ্রভান সিং, কুন্দন সিং ,ডাঃ নির্মল চক্রবর্তী,সঞ্জয় শ্রীবাস্তব প্রমুখ ।
অনুষ্ঠানের আয়োজক  কুন্দন সিং জানান, যারা সমাজে  প্রকৃত অর্থে পিছিয়ে রয়েছেন তাদের জন্য কিছু করার  ভাবনা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন । আজ আমরা এখানে শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দিলাম আগামী দিনেও সাধারণ মানুষের জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে ॥

No comments