জমি পরিষ্কার করতে আগুন : আতঙ্কিত বাসিন্দারা
টিটাগড় থানার বাবনপুর এলাকায় একটি বেসরকারি কোম্পানীর পরিত্যক্ত জমিতে আগুন লেগে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ।আগুন নেভাতে পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয় ।
পু্লিশ সুত্রে জানা গেছে, এটি একটি বিস্কুট কোম্পানীর পাঁচিল দিয়ে ঘেরা জমি। পরিত্যক্ত জমিকে পরিস্কার করতেই পোড়া মোবিল ও কিছু দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগিয়ে দেয় কর্তব্যরত এক কর্মী। পাশেই ঘন বসতিপূর্ণ এলাকা, আগুনে পোড়া ছাই ও কালো ধোঁয়ায় ওই এলাকা ঢেকে যায়। আতঙ্কিত বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দমকলে খবর দেয়। দমকল এসে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনার প্রতিবাদ জানান ও পু্লিশকে ব্যবস্থা নিতে বলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এরকম জনবসতি পুর্ণ এলাকায় এধরনের কাজ কি করে সম্ভব ? যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত l
No comments